SMF

Phone:+88-02-7912717, Email:[email protected]

ভারতের সুগাম ও বাংলাদেশের সুন্দরবন এক্সপ্রেস ট্র্যান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের মধ্যে ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

আজ ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরায় সুন্দরবন কুরিয়ার ও সুন্দরবন এক্সপ্রেস ট্র্যান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড (SETS) এর সহযোগী প্রতিষ্ঠান ‘শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’ এর প্রধান কার্যালয়ে এক অনারম্বর পরিবেশে ভারতের সুগাম ও বাংলাদেশের সুন্দরবন এক্সপ্রেস ট্র্যান্সপোর্টেশন সিস্টেম লি: এর মধ্যে একটি সমঝোতামূলক ব্যবসায়ীক চুক্তি (এমওইউ ) স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে সুন্দরবন গ্রুপ ও শান্ত-মারিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মো: আহসানুল কবির, সুন্দরবন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি, হেড অব ফরেন বিজনেস ডেভেলপমেন্ট ও ফাউন্ডেশনের জয়েন্ট ডিরেক্টর উইং কমান্ডার (অব:) এম মতিউর রহমান এবং সুগাম, ভারতের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মি: আর কে শর্মা ও অন্যান্য প্রতিনিধিসহ বিভিন্ন কর্পোরেটের সম্মানিত কাষ্টমারস ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সমঝোতামূলক চুক্তির ( এমওইউ ) প্রেক্ষিতে দ্রুত পরিবহন ব্যবস্থাপনা তথা সাশ্রয়ী ফ্রেইট সার্ভিস প্রদানের মাধ্যমে ভারত ও বাংলাদেশসহ নেপাল ও ভুটানেও কাষ্টমারের দ্বারপ্রান্তে পণ্য দ্রুততম সময়ে সঠিকভাবে পৌঁছে দেয়ার মাধ্যমে সরাসরি পণ্য আমদানি ও রপ্তানীতে এক যুগান্তকারি পরিবর্তন সংগঠিত হওয়ার আশাবাদ সংশ্লিষ্টদের। এতে উল্লেখিত দেশগুলোর কর্পোরেট ব্যবহারকারী কোম্পানী/কাষ্টমারসগণ উভয়ই উন্নত গ্রাহকসেবাসহ ব্যবসায়ীকভাবেও লাভবান হবেন