শান্ত-মারিয়াম ফাউন্ডেশন খুলনার নবলোক পরিষদের সহযোগিতায় শরণখোলা উপজেলার খোন্তাকাটা মফিদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় স্বাস্থসম্মত টয়লেট নির্মাণের উদ্দেশ্যে আজ ২৬ ডিসেম্বর সোমবার চেক হস্তান্তরের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত খোন্তাকাটা মফিদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় মোট ছাত্রী সংখ্যা ৪২০জন।
ছাত্রীদের বর্তমান টয়লেট দুটি বিধ্বস্ত ও অস্বাস্থকর। ভেতরে নেই পানির ব্যবস্থা। পুরো ব্যাপারটিই মধ্যযুগীয়। ছাত্রীদের অনেককে যেতে হয় পাশের বাড়ির টয়েলেটে অথবা ঝোপঝাড়ে। সেবাধর্মী ও মানবকল্যাণমুখী শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপনকে সামনে রেখে এসএমএফ’র মাননীয় চেয়ারম্যান শরণখোলার উক্ত মহিলা মাদ্রাসায় টয়লেট নির্মাণের জন্য সহযোগিতার প্রস্তাব দেন।
প্রস্তাবটি বোর্ড অব ডিরেক্টরস এর নিকট সর্বসম্মতভাবে গৃহীত হলে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ফাউন্ডেশনের উত্তরার অফিসে চেক হস্তান্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।মাদ্রাসার পক্ষে চেকটি গ্রহণ করেন খুলনার নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল।অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র মাননীয় চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির।
এছাড়াও গোলাম তৌহিদ (ডাইরেক্টর, এসএমএফ),ইঞ্জি. শেখ তানভীর আহমেদ রনি (ডাইরেক্টর, এসএমএফ), ডালিয়া নওরীন (ডাইরেক্টর, এসএমএফ), মেজর (অব.) নাসির উদ্দিন (ডাইরেক্টর, শান্ত-নিবাস), উইং কমান্ডার মতিউর রহমান (জয়েন্ট ডাইরেক্টর, এসএমএফ), রবিউল ইসলাম (ডেপুটি ডাইরেক্টর, এসএমএফ) সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসএমএফের ডাইরেক্টরবৃন্দ প্রত্যেকে তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের এমন জনহিতকর উদ্যোগের কারণে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শুভ কামনা জানান। পরিশেষে, ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান সারা বছরব্যাপী শিক্ষা ও স্বাস্থ্য খাত ছাড়াও নানা ধরণের সামাজিক উন্নয়নমূলক কাজে অনুদান প্রদান অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।